বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি নজির স্থাপন করেছে : বনমন্ত্রী শাহাব উদ্দিন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৯, ১১:৫৭ অপরাহ্ণসিলেট: পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন আহমদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নজির স্থাপন করেছে বাংলাদেশ। এদেশে সকল ধর্মগোত্র সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে শান্তিতে বসবাস করছে। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ সব ধর্মগোত্রের মানুষ ভালো আছে। সব ধর্মের মানুষ সারা দেশে মিলেমিশে কাজকর্ম করছে।
মন্ত্রী বৃহস্পতিবার ইসকন মন্দিরে সপ্তাহব্যাপী রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে ও ইসকন সিলেট ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক দেবামৃত নিতাই দাসের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমুর্তি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রথযাত্রা নগরীর চৌহাট্টা, নাইওরপুর, বন্দরবাজার হয়ে পুণরায় ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।
এদিকে, দুপুর থেকে নগরীর বিভিন্ন মন্দির থেকে রথ নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা নগরীর রিকাবীবাজার পয়েন্টে গিয়ে জড়ো হতে থাকেন। সেখানে পুজাঅর্চ্চনা শেষে ভক্তরা শোভাযাত্রা করে পুণরায় রথ নিয়ে নিজ নিজ মন্দিরে ফিরে যান।