জকিগঞ্জ ও জৈন্তাপুর থানার ওসি বদলী
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৯, ৯:৫৩ অপরাহ্ণসিলেট: সিলেটের জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার ও জৈন্তাপুর থানার ওসি মো. মাঈনুল জাকিরকে বদলী করা হয়েছে। হাবিবুর রহমান হাওলাদারকে রংপুর রেঞ্জে ও মাঈনুল জাকিরকে বরিশাল রেঞ্জে বদলী করা হয়।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মাহবুবুল আলম বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, গত মঙ্গলবার তাদের বদলীর আদেশ এসেছে। এখনও তাঁরা দায়িত্ব পালন করছেন। তবে এখনও তাদের জায়গায় কাউকে পদায়ন করা হয়নি।