বিয়ানীবাজারে রথযাত্রার মহোৎসব উদ্বোধন করলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৯, ৪:২৮ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার পৌর এলাকার অনিপন্ডিত পাড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মহোৎসব উদ্বোধন করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
বৃহস্পতিবার (আজ) এ উপলক্ষে শ্রীবাস অঙ্গন ইস্কন মন্দির প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, ইউএনও কাজী আরিফুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান সরকার সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আমাদের যে সম্পদ আছে তার বৃহদাংশ গ্রামের দারিদ্র মানুষের উন্নয়নে কাজে লাগাতে চাই। এজন্য প্রকল্প নিতে আমরা চিন্তা করি, তাতে বৃৃদ্ধ, শিশু এবং মেয়ে মানুষের উপকার আসবে কি-না।