গাড়ি ভাঙচুর হামলার প্রতিবাদে সিলেট-তামাবিল সড়ক অবরোধ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৯, ১:৩৬ পূর্বাহ্ণসিলেট: যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে যানবাহন ভাঙচুর ও শ্রমিক আ*হত হওয়ার প্রতিবাদে পরগনাবাজারে সিলেট-তামাবিল সড়ক অবরোধ রেখে বি*ক্ষোভ করছেন পরিবহণ শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে সড়কের দুই পাশে আ*টকা পড়েছে অসংখ্য যানবাহন।
মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে শাহপরাণ এলাকায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েকটি যানবাহন ভাঙচুর পরিবহণ শ্রমিকদের মা*রধর করা হয়। এতে আ*হত হন কয়েকজন শ্রমিক।
এরই প্রতিবাদে রাত সাড়ে আটটার দিকে সিলেট-তামাবিল সড়কের পরগনাবাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান আড়াআড়ি করে রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। রাস্তা অবরোধ করে রাখার ফলে শত শত যানবাহন আ*টকা পড়ে। অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এসময় অনেককে হেঁটে তাদের গন্তব্যে যেতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে ।
যানবাহন ভাঙচুর ও পরিবহন শ্রমিকদের ওপর হা*মলার জন্য যুবলীগ নেতা ও খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফসর উদ্দিনকে দায়ি করেছেন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার। তিনি বলেন, যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে গাড়ি ভাঙচুর শ্রমিকদের আ*হত করাটা দুঃখজনক। তিনি বলেন, শ্রমিকরা জানিয়েছেন, আফসর উদ্দিনের সম*র্থকরা গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের আ*হত করেছে। এ কারণে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে।
অবরোধ প্রত্যাহারের ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আলোচনা চালানো হচ্ছে। এ নিয়ে বৈঠক চলছে। সন্তোষজনক সমাধান হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করবেন বলে মনে করছি।