বিয়ানীবাজারে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৯, ১১:৩০ অপরাহ্ণবিয়ানীবাজার: বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আহ্বানে বিয়ানরবাজার পৌরসভা কার্যালয়ে এক দেশে দুই নীতি মানি না মানব না এই স্লোগানকে সামনে রেখে রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শত ভাগ বেতন ভাতা প্রদান সহ পেনশন প্রথা চালুর দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন বিয়ানীবাজার পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
এ অবস্থান কর্মসূচিত একসাথে পালন করেন বিয়ানীবাজার পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী।
অবস্হান কর্মসূচি চলাকালীন সময়ে নাগরিক সুবিধা থেকে বিরত থাকেন পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সিলেট জেলা’র সভাপতি আশরাফুল আলম বলেন, আমরা দীর্ঘ ৫/৬ বৎসর থেকে রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শত ভাগ বেতন ভাতা প্রদান সহ পেনশন প্রথা চালুর দাবিতে এ দাবি করে আসছি, আমরা চাই অন্যান্য সকল সরকারি চাকরিজীবী দের মত সুযোগ সুবিদা সরকারের কাছ থেকে। আমি আমাদের এই দাবিটুকু মানার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে আকুল আবেদন জানাই। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন বিয়ানীবাজার ইউনিটের সভাপতি দিবাকর পাল তিনি বলেন রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শত ভাগ বেতন ভাতা প্রদান সহ পেনশন প্রথা থেকে বিয়ানীবাজার পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী বঞ্চিত এই দাবি আদায়ের লক্ষ্যেই আমারা অবস্থান কর্মসূচি পালন করছি।
উল্লেখ্য, আগামীকাল সারা দেশের ন্যায় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আহ্বানে সিলেট জেলা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিয়ানীবাজার পৌরসভা কর্মকর্তা-কর্মচারী।