বিয়ানীবাজার সরকারি কলেজের নবাগতদের স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৯, ৪:১১ অপরাহ্ণবিয়ানীবাজার: বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের স্বাগত ও অভিনন্দন জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ ক্যাম্পাস ও পৌরশহরে আনন্দ মিছিল বের করেছে।
সোমবার দুপুরে সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ শেষে আবার কলেজে ফিরে আসে।
এসময় নবাগত শিক্ষার্থীদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন ছাত্রদলের পতাকাতলে আসার আহবান জানান সংগঠনের নেতাকর্মীরা।
শোভাযাত্রা শেষে কলেজ ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি অলিউর রহমানের সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান জামিল ও কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক আক্তার হোসেন লিমনের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সভাপতি আইনুল আবেদীন, সাধারণ সম্পাদক এনামুল ইসলাম, সাইদুল ইসলাম, জাবের অাহমদ, সাইদুর রহমান অালমঙ্গীর, মাহবুব অালম, কয়ছর অাহমদ, অাহমদ মাজিদ, সাইব উদ্দিন, বুরহান উদ্দিন, সুমন খাঁ, অাহাদুজ্জামান অাহাদ, মেহদী হাসান, সাজন অাহমদ, ইকবাল মির্জা, মুনতাসির লোদী, হায়দর অাহমদ, অাফনান অাবেদী, আরিফ, সাহেদ অাহমদ প্রমুখ।