টেক্সাসে বিমান বিধ্বস্তে ১০ আরোহীর মৃত্যু

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৯, ১২:২৭ অপরাহ্ণআন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিমানবন্দরেই বিধ্বস্ত হয়েছে একটি ছোট্ট বিমান। রোববারের এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ আরোহী।
মার্কিন গণমাধ্যম জানায়, দুই ইঞ্জিন বিশিষ্ট বিচক্র্যাফট বিমানটি রাজ্যের এডিসন বিমানবন্দর থেকে উড়তে যাচ্ছিলো। কিন্তু, হ্যাঙ্গারেই সেটি বিধ্বস্ত হয়। মুর্হূতেই তাতে আগুন ছড়িয়ে পড়ে। তদন্তের খাতিরে এখনও আরোহীদের নাম-পরিচয় প্রকাশ করেনি দেশটির পুলিশ।
প্রাথমিক অনুসন্ধানে বলা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে এই দুর্ঘটনা। তবে, বিস্তারিত তদন্ত চলছে।