পাইপগান কার্তুজ নিয়ে বিয়ানীবাজারের ১জনসহ দুইজনকে বড়লেখার থানায় হস্তান্তর
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৯, ১১:১৯ অপরাহ্ণসাত্তার আজাদ :: বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর গ্রামের মৃত ড. মজিবুর রহমানের ছেলে জিল্লুর রহমান ওরফে রুহেল (৩৫) ও বড়লেখার তেলিগুল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সোহেল আহম্মেদকে (২০) আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বড়লেখা উপজেলার বিয়ানীবাজার রোডস্থ উত্তর চৌমুহনী বারইগ্রাম থেকে পাইপগান কার্তুজসহ দুইজনকে আটক করা হয়। শনিবার রাত সোয়া ৮ টার দিকে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।