সামারসেটে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’র কমিটি গঠন
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৯, ৮:০৬ অপরাহ্ণযুুক্তরাজ্য প্রতিনিধি: লন্ডনের সামারসেটে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ (এলএফবি) শাখার কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার এক সাধারণ সভায় করিম মিয়া শামীম চেয়ারম্যান, মেরাজ আজিজ জেনারেল সেক্রেটারি ও সরোয়ার হোসেনকে ট্রেজারার করে ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
নবগঠিত এ কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন আউয়াল মিয়া, ক্যাম্পেইন অফিসার কাজী হক, মহিলা অফিসার হাসিনা বেগম, ট্রেড ইউনিয়ন অফিসার রেজাউল করিম শাজাহান, সদস্য সচিব আব্দুল কালাম, যুব অফিসার খালেদ আহমেদ।
এছাড়া কমিটির কার্যকরি সদস্যরা হলেন শাহেদ আলী, জিয়াউদ্দিন খান, কয়সর আহমেদ, মখলুকাত হাসান, শাহীনা মিয়া, রোকশানা আক্তার, আসমা পাঠান।
এদিকে ৫ সদস্য বিশিষ্ট এলএফবি সামারসেট শাখার উপদেষ্টা পর্ষদ গঠন করা হয়েছে। পর্ষদের দায়িত্বপ্রাপ্তরা হলেন টুনটন ডিন লেবারের লিডার এন্ড ভাইস চেয়ার কাউন্সিলর লিবি লিগো, সেক্রেটারি কাউন্সিলর ব্রেন্ডা ওয়েস্টন, পলিসি অফিসার জন গ্রে, ব্রিজ ওয়াটার লেবারের সেক্রটারি কাউন্সিলর গেরি ট্রাকার, লিডার কাউন্সিলর ব্রায়ান স্মেডলি।
অপরদিকে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডব্রো ওয়ার্ডের রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর জ্যোৎস্না রহমান ইসলাম, ওয়েস্ট নিউহামের গ্রীণ স্ট্রিট ওয়ার্ডের কাউন্সিলর হানিফ আব্দুল মুহিত, লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’র চেয়ার হাওয়ার্ড ডবার।