সিলেটে ‘মহাজনের নাও’ মঞ্চস্থ হবে ১৯ জুলাই
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৯, ১:৪৪ পূর্বাহ্ণসিলেট: সিলেটে আবার মঞ্চস্থ হচ্ছে জনপ্রিয় নৃত্যনাট্য ‘মহাজনের নাও’। ১৯ জুলাই সিলেটের কাজী নজরুল অডিটোরিয়ামে নাটকটির ২৫তম মঞ্চায়ন।
সিলেটের নাট্যমোদীদের মহাজনের নাও উপভোগের আহ্বান জানিয়েছেন নীলাঞ্জনা জুঁই।
জানা যায়, মহাজনের নাও ঢাকার মঞ্চে এ যাবতকালে একটি ব্যতিক্রমি নাটক যা একই সময়ে কাব্যনাট্য এবং গীতি নৃত্যনাট্য হিসাবে দুইটি পৃথক দল মঞ্চস্থ করছে। ২০১০ সালে ঢাকার সুবচন নাট্য সংসদ এটি প্রথম মঞ্চে আনে।
ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ভারতের ৫টি শহরে ৮টি প্রদর্শনী সহ দেশে বিদেশে এর ১২২টি প্রদর্শনী হয়েছে।
নৃত্যশৈলি সিলেট ২০১৪ সালে শাকুর মজিদের ৫০তম জন্মদিন উপলক্ষে নৃত্যনাট্য হিসাবে এর প্রথম প্রদর্শনী করে। এর পর ভারতের বিভিন্ন শহর ও সিলেটসহ দেশের বিভিন্ন শহরে এর প্রায় কুড়িটি প্রদর্শনী হয়। কয়েকজন নিয়মিত শিল্পীর বিদেশ যাওয়ার কারনে কিছুদিন তার প্রদর্শনী বন্ধ ছিল। আবার নিলাঞ্জনা জুই এর নির্দেশনায় মঞ্চায়নের কাজ শুরু হয়েছে।