বিয়ানীবাজারে বাসুদেব মন্দির প্রাঙ্গণে রথযাত্রা উৎসব বৃহস্পতিবার

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৯, ১:৩৬ পূর্বাহ্ণবিয়ানীবাজার: বিয়ানীবাজারের হাজার বছরের প্রাচীন ঐতিহ্যবাহী দেবপীঠ শ্রীশ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে আগামী বৃহস্পতিবার (৪ জুলাই) রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে গত শুক্রবার পঞ্চখন্ড বাসুদেব সেবক সংঘের সভাপতি অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ সভাপতিত্বে এক জরুরী সভায় শ্রী শ্রী বাসুদেবের রথযাত্রা উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বক্তারা কিছুদিন পূর্বে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পর ফেইসবুকে একপেশে লাইভ সম্প্রচারের ব্যাপারে তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়।
রথযাত্রা প্রসঙ্গে সেবক সংঘের সদস্য ও রথযাত্রা উদযাপন পরিষদের সদস্য সচিব অরুণাভ পাল চৌধুরী মোহন জানান, বাসুদেব মন্দিরে ঘটিত ঘটনার সুষ্ঠু সমাধান হয়েছে এবং সীমানা প্রাচীরের কাজও শুরু হয়েছে।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান সহ স্হানীয় গ্রামবাসী, সাংবাদিক, সুশীল সমাজ সহ সবার প্রতি সভায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
রথযাত্রা উদযাপন পর্ষদের পক্ষে সদস্য সচিব আগামী ৪ জুলাই ও ১২ জুলাই বাসুদেবের রথযাত্রা উদযাপনে সকলের উপস্হিতি ও সার্বিক সহযোগীতা কামনা করেন।