Monday, 17 May, 2021 খ্রীষ্টাব্দ | ৩ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ |
প্রধানমন্ত্রীর চীন সফরসঙ্গী হচ্ছেন কামরান

সিলেট: চীনের দালিয়ানে আগামী ১-৩ জুলাই বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগদানসহ দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

আগামী ১ জুলাই হতে পাঁচ দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীনে যেতে পারেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

এ ব্যাপারে বদর উদ্দিন আহমদ কামরান সিলেটভিউকে বলেন, ‘এখনো ভিসা পাইনি। রবিবারে ভিসা পেলে প্রধানমন্ত্রীর সাথে চীন সফরে যাব।’

চীন সফর শেষে প্রধানমন্ত্রী আগামী ৬ জুলাই দেশে ফিরবেন।

 

Developed by :