যুক্তরাষ্ট্র আ’লীগের গুরুত্বপূর্ণ পদে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০১৯, ৪:১৮ অপরাহ্ণযুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন। সেখানকার ছাত্রলীগকে গতিশীল করার পেছনে এ দু’নেতার বলিষ্ট ভ‚মিকা থাকায় আ’লীগ তাদেরকে পদ দিয়ে মূল্যায়ন করেছে।
সম্প্রতি ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসানকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সাধারণ সম্পাদক আল আমিন আকনকে আ’লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়।
এ খবরে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস লক্ষ করা গেছে। তারা যুগোপযোগি সিদ্ধান্ত নেওয়ায় আ’লীগের দায়িত্বশীল নেতাদেরকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে ছাত্রলীগ থেকে নবনির্বাচিত আ’লীগ নেতা জাহিদ হাসান ও আল আমিন আকন এক বিজ্ঞপ্তিতে তাদেরকে আ’লীগের রাজনীতি করার সুযোগ করে দেওয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ আজাদসহ সকল নেতাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।