চারখাই ইউনিয়ন আ’লীগ সভাপতি হাজী ইব্রাহীম আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০১৯, ১:৫১ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী ইব্রাহীম আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ জুন) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে হাজী ইব্রাহীম আলী স্মৃতি পরিষদ তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অধ্যাপক আব্দুল খালিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আলী।
অনুষ্ঠানে প্রয়াত রাজনীতিবিদ হাজী ইব্রাহীম আলীর পুত্র জুনেদ আহমদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া এবং শিন্নী বিতরণ করা হয়।