বিয়ানীবাজারে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০১৯, ১২:৪৯ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারের সারপারে মুক্তিযুদ্ধকালীন টর্চার সেলে নির্মিত স্মৃতিসৌধ দর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।
মঙ্গলবার (২৫ জুন) সকালে স্মৃতিসৌধ দর্শন শেষে সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রশাসনের উর্ধ্বতন এ দু’কর্মকর্তা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদির, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ, শিক্ষক ও সাংবাদিক ফয়জুল হক শিমুল প্রমুখ।
এ সময় মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিপুল সংখ্যক ছঅত্র-জনতা উপস্থিত ছিলেন।