ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানীতে এমপি সামাদ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০১৯, ১১:২৩ পূর্বাহ্ণসিলেট: কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের দেখতে সোমবার বিকালে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে যান সিলেট-৩ আসনের এম.পি মাহমুদ উস-সামাদ চৌধুরী। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।
এছাড়া ৪ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি। এক শোক বার্তায় নিহতের রূহের মাগফেরাত কামান করে শোকাহত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।