‘ভারতকে হারানো সম্ভব, তবে সর্বোচ্চটা দিতে হবে’
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০১৯, ১১:০০ পূর্বাহ্ণস্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে সেমি-ফাইনালের পথে কার্যত নক আউট ম্যাচে পরিণত হওয়া তিন ম্যাচের প্রথমটিতে জিতেছে বাংলাদেশ। সাউদাম্পটনে সোমবার আফগানিস্তানের বিপক্ষে জয় এসেছে ৬২ রানে।
পরের দুই ম্যাচে যে ভারত-পাকিস্তানের মোকাবিলা করতে হবে। সাকিব নিজেও সেই দুই ম্যাচের দিকে তাকিয়ে। তবে আপাতত পরের ম্যাচ নিয়েই ভাবছেন বিশ্বসেরা অলরাউন্ডার। যেখানে অপেক্ষায় টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারত।
পরের দুই ম্যাচের একটি জিতলেও অন্যান্য ম্যাচের সমীকরণ মিলিয়ে সেমি-ফাইনালে খেলা সম্ভব বাংলাদেশের জন্য। তবে দুটি ম্যাচ জিতলে সম্ভাবনা খানিকটা উজ্জ্বল হবে। সাকিব তাকিয়ে সেই সম্ভাবনার দিকে। তবে বাংলাদেশ এগোতে চায় প্রতিটি ম্যাচ ধরে। আগামী ২ জুলাই, বার্মিংহামে বাংলাদেশের পরের প্রতিপক্ষ ভারত।
ব্যাটে-বলে টুর্নোমেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলির একটি ভারত। তবে নিজেদের সেরাটা দিলে জয় খুবই সম্ভব, বিশ্বাস সাকিবের। ভারতের বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আসছে। তারা শীর্ষ দলগুলির একটি, তাদের লক্ষ্য শিরোপা জয়। আমাদের কাজটি সহজ হবে না। তবে সর্বোচ্চ চেষ্টা করব আমরা।
অভিজ্ঞতা সাহায্য করে বটে, তবে অভিজ্ঞতাই শেষ কথা নয়। ভারতকে হারাতে হলে নিজেদের সেরাটা খেলতে হবে আমাদের। তাদের এমন সব ক্রিকেটার আছেন, যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। যেটা বললাম, নিজেদের সেরাটা দিতে হবে আমাদের এবং আমাদের সামর্থ্য আছে জয়ের।