বিয়ানীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৫

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০১৯, ৪:১২ অপরাহ্ণবিয়ানীবাজার: বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের চারখাই ইউনিয়নের বাগবাড়ি এলাকায় বিয়ানীবাজার থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে কমপক্ষে ৫জন যাত্রি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২৪ জুন) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী একটি যাত্রিবাহী বাস অন্য আরেকটি যাত্রিবাহী বাসের সাথে গতির প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ৮জন যাত্রি আহত হয়েছেন।
এ সময় স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক স্থানীয় চারখাই উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে চিকিৎসা দেন ।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি।