গোলাপগঞ্জে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৯, ৮:১৩ অপরাহ্ণগোলাপগঞ্জ: গোলাপগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুর ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আ’লীগের সদস্য ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রুহিন আহমদ খান, উপজেলা কৃষকলীগ সভাপতি ইসমাইল আলী, শরীফগঞ্জ ইউপি আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান লুতি, লক্ষণাবন্দ ইউপি আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিন, লক্ষ্মীপাশা ইউপি আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম মছলু, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, সাবেক সভাপতি এম এ ওয়াদুদ, বাদেপাশা ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল কাদির, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, যুগ্ম আহবায়ক রুহেল আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ বিভাগীয় সম্পাদক হোসেন আহমদ, পৌর ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ শিপলু প্রমুখ।