সদর-বিশ্বম্ভরপুরের সড়ক ব্যবস্থায় আমুল পরিবর্তন আনা হবে: পীর মিসবাহ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৯, ৪:৫৯ অপরাহ্ণসুনামগঞ্জ: বিরোধীদলীয় হুইপ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, অতীতে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা সকল দিক দিয়ে পিছিয়ে ছিল। গত পাঁচ বছরে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বিদ্যুৎ, রাস্তাঘাট, অবকাঠামো ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে উন্নয়নের অগ্রযাত্রায় রয়েছে সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর। আগামী পাঁচ বছরে সদর-বিশ্বম্ভরপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হবে। আমি বিশ্বাস করি, এই ইতিবাচক পরিবর্তন দুই উপজেলার মানুষের সার্বিক জীবনমানের ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধন করবে।
শনিবার (২২ জুন) বিকালে ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যায়ে সদর উপজেলার ৩টি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুনামগঞ্জ জামালগঞ্জ সড়কের ২ কিলোমিটার সড়কের সংস্কার কাজের উদ্বোধন শেষে গৌরারং ইউনিয়নের হুসেনপুর এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় এমপি মিসবাহ উন্নয়ন কাজের তদারকির জন্যে স্থানীয় জনগনের আহŸান জানিয়ে তিনি বলেন, চোখ কান খোলা রাখুন। কোথাও কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আমাকে জানান ।
এর আগে এলজিইডির বাস্তবায়ধীন ১ কোটি ৪ লাখ টাকা ব্যায়ে মোল্লাপাড়া ইউনিয়নের বুড়িস্থল-আব্দুল্লাপুর ভায়া শ্রীনাথপুর সড়ক, ৪৬ লাখ টাকা ব্যায়ে গৌরারং ইউনিয়নের বৈটাখালী বাজার-হোসেনপুর ভায়া কুতুপুর রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন ও ৭৬ লাখ টাকা ব্যয়ে টুকের ঘাট হোসেনপুর রাস্তার মেরামতে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দ্বিতীয় ধাপে সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কের ২ কিলোমিটার রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
ভিত্তিপ্রস্থর স্থাপন ও উদ্বোধন কালে অন্যান্যের উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী অমিয় চত্রবর্তী, সদর উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, পৌরসভার সাবেক মেয়র মনির আহমদ মনির, দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আহমদ, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, জাতীয় পার্টি নেতা জামাল উদ্দিন, শওকত আলী, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এরশাদ, উপজেলা জাতীয় পার্টি নেতা মোশাহিদ তালুকদার মুহিম,
শিমুল মিয়া, শামীম আহমদ, মমিন মিয়া, মহিম উদ্দিন, শাহজামাল, শাহনুর মিয়া, গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বছির মিয়া, সমাজসেবক কফিল উদ্দিন, আব্দুর রহমান, এনামুল হক, আব্দুর রহমান, জহিরুল ইসলাম, জমির উদ্দিন প্রমুখ।