বিয়ানীবাজারে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৯, ৩:৫৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (২৩ জুন) বেলা দু’টায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরশহরে বাদ্যযন্ত্রসহকারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে নেতাকর্মী নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আতাউর রহমান খান।
এর আগে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগ নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোশতাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, প্রচার সম্পাদক হারুনুর রশীদ দিপু, আ’লীগের উপদেষ্টা দেবাশীষ পুরকায়স্থ, শাহাব উদ্দিন মাওলা, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি সামছুল হক, বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাজি মুছব্বির আলী, আওয়ামী লীগ নেতা জহুর উদ্দিন ও আলমগীর হোসেন রুনু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মানিক উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহজানুল ইসলাম লায়েক,
আলীনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনির আহমদ, চারখাই ইউনিয়ন অ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ ও নজরুল হোসেন, শেওলা ইউনিয়ন আ’লীগের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক তারেক হোসেন খান, তিলপাড়া ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি হাজি বিলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. জয়নাল উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বদরুল ইসলাম বদই ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর জগলু, লাউতা ইউনিয়ন আ’লীগের যুগ্ম আহ্বায়ক হাজি আব্দুল হক, কুড়ারবাজার ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, লাউতা ইউনিয়নের ১নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, উপজেলা যুবলীগ নেতা জাহিদ আহমদ রাজু, রাহাত খান তাজ প্রমুখ।
বিয়ানীবাজারে আওয়ামী লীগের শোভাযাত্রায় উপস্থিতির একাংশ