বাসুদেব বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০১৯, ৭:১১ অপরাহ্ণবিয়ানীবাজার: বিয়ানীবাজারে হিন্দু ধর্মের পবিত্র স্থান বাসুদেব অঙ্গনের পশ্চিম পাশের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ জুন) দুপুরে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বাসুদেব সেবক সংঘের সভাপতি ও বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জামাল হোসেন।
সীমানা প্রাচীন নির্মাণ কাজের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি সামসুল হক, প্যানেল মেয়র নাজিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফখর উদ্দিন, বাসুদেব সেবক সংঘের সাবেক সাধারণ সম্পাদক মহেশ ঘোষ, যুগ্ম সম্পাদক অমিতাভ পাল চৌধুরী, শংকর দেব, অরুনাভ পাল চৌধুরী মোহন, সাধন দত্ত, সুজিত কর প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ জুন বাসুদেব বাড়ির পশ্চিম পাশের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করতে গিয়ে বাধার মূখে পড়েন দায়িত্বশীলরা। এ নিয়ে বিবদমান দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও ভাইস চেয়ারম্যান জামাল হোসেন এলাকাবাসীর সাথে বৈঠকে বসে সমাধান করেন।