বড়লেখায় ৬ দিনের বিদ্যুতের যন্ত্রণা শুরু!
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০১৯, ১:১৫ অপরাহ্ণবড়লেখা: প্রচণ্ড গরেমের মধ্যে বড়লেখায় ৬ দিনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে করে মানুষকে চরম ভোগান্তি পোাহাতে হবে।
জরুরি মেরামত এবং উন্নয়নমূলক কাজের জন্য আজ শনিবার (২২ জুন) থেকে আগামী ৬ দিন মৌলভীবাজার জেলার বড়লেখা, জুড়ী (জয়চন্ডী ইউনিয়ন) এবং কুলাউড়া উপজেলার পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর প্রেরিত স্বাক্ষরিত এক পত্রে এ কথা জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী শিবু লাল বসু।
পত্রে বলা হয়, বড়লেখা উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইনে ডাবল সার্কিট নির্মাণের জন্য শটডাউনের প্রয়োজনে উপকেন্দ্রের ফিডার বন্ধ থাকবে। ফলে আজ ২২ জুন শনিবার থেকে ২৩ জুন রোববার, ২৬ জুন বুধবার থেকে ২৭ জুন বৃহস্পতিবার এবং ২৯ জুন শনিবার থেকে ৩০ জুন রোববার প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বড়লেখা, জুড়ী এবং কুলাউড়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উন্নয়নের স্বার্থে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।