সিলেট-সুনামগঞ্জ রুটে বিআরটিসি বাস চালু রাখতে গণপদযাত্রা মঙ্গলবার
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০১৯, ১:১৪ পূর্বাহ্ণসিলেট: সিলেট-সুনামগঞ্জ রুটে বিআরটিসি বাস চালু রাখা ও উন্নত বাস সার্ভিস নিশ্চিত করার দাবিতে গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান করবে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক যাত্রী কল্যাণ পরিষদ নামের সংগঠন।
মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১টায় সিলেট কোর্ট পয়েন্ট হতে গণপদযাত্রা শুরু হয়ে সিলেটের বিভাগীয় কমিশনার ও পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) বরাবর স্মারকলিপি প্রদান করবে সংগঠনটি।
এ পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য সিলেটে অবস্থানরত সুনামগঞ্জবাসীসহ সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক যাত্রী কল্যাণ পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন।
উল্লেখ্য সিলেট-সুনামগঞ্জ রুটে বিআরটিসি বাস চলার প্রেক্ষিতে আগামী ২৪ জুন হতে পরিবহণ মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারনে ফুঁসে উঠেছেন সুনামগঞ্জবাসী। ঐ রুটে বাস সার্ভিস অত্যন্ত নিম্নমানের উল্লেখ করে তারা বাস সার্ভিস উন্নত রাখা এবং যাত্রীদের কয়েকজন বাস মালিকের কাছে জিম্মি না রেখে প্রতিযোগিতার ভিত্তিতে সেবার মান বাড়ানোর আহ্বান জানান।
এসব দাবিতে বিভিন্ন আঞ্চলিক সংগঠনও কর্মসূচি পালন করে যাচ্ছে।