বিয়ানীবাজারে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০১৯, ৮:০২ অপরাহ্ণবিয়ানীবাজার: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জুন) দুপুরে বিয়ানীবাজার কলেজ রোডস্থ মুছা মার্কেটের অস্থায়ী কার্যালয়ে এ সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি শ্রী দেবাশীষ পুরকায়স্থয়ের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শ্রী বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি পূণেন্দু মোহন দাস, জগদিশ দাস মানিক, সাধারন সম্পাদক কেতকী রঞ্জন দাস, যুগ্ম সম্পাদক বিশু রঞ্জন দে, কোষাধক্ষ্য প্রমোদ পুরকায়স্ত, সম্পাদক মন্ডলীর সদস্য দ্রুভজিত পাল, সন্তুষ রায়, কর্ণমনি দাস, নিরেন্দ্র দাস, সুজয় পুরকায়স্ত বাবুল মোহন কর, দিলু মালাকার, রাজিব দেন নাথ, গৌরাঙ্গ বিশ্বাস, গোপিকা বিশ্বাস, বকুল দাস প্রমুখ।
সভায় বক্তারা, সংগঠনের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনার পাশাপাশি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে সাংঠনিক শক্তি বৃদ্ধির জন্য তাগিদ দেওয়া হয়।
এছাড়াও রথযাত্রা উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।