আদালতে তোলা হচ্ছে ওসি মোয়াজ্জেমকে
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৯, ১০:১১ পূর্বাহ্ণঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে আজ আদালতে নেয়া হবে। জামিন না হলে নেয়া হবে ফেনীতে।
মোয়াজ্জেম হোসেনকে নিতে রোববার রাতেই শাহবাগ থানায় আসে সোনাগাজী থানার পুলিশ। আদালতে তুলে রিমান্ড আবেদন করার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৫ এপ্রিল ফেনী সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির আনা যৌন হয়রানির অভিযোগ ভিডিওতে ধারণ এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে ব্যারিস্টার সায়েদুল হক সুমন বাদী হয়ে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এরপর বিচারক মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।
এরপর, ২৭ মে মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা মামলার অভিযোগের সত্যতা প্রমাণিত মর্মে ১২৩ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রতিবেদন জমা দেন ট্রাইব্যুনালে। এরপর বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।
এদিকে, রোববার গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ২০ দিন আত্মগোপনে থাকা আসামি মোয়াজ্জেম হোসেন হাইকোর্টের এলাকা থেকে গ্রেফতার হন। বর্তমানে তিনি শাহবাগ থানা পুলিশের হেফাজতে আছেন।