‘ফাইনালের আগেই আরেক ফাইনাল’
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৯, ১০:১৬ পূর্বাহ্ণস্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান মহারণ মানেই ভিন্ন রকম এক লড়াই। দুই দলের মাঠের লড়াই দেখতে উৎসুক দৃষ্টি থাকে পুরো বিশ্বের ক্রিকেটপ্রেমীদেরই। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান প্রধান নির্বাচক ইনজামাম উল হক এই ম্যাচকে দেখছেন ফাইনালের আগেই আরেক ফাইনাল হিসেবে।
দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই নিয়ে ইনজামাম বলেন, ‘বিশ্বকাপে যখনই ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়, সেটা ফাইনালের আগে আরেকটা ফাইনাল হয়ে যায়। দর্শকদের মধ্যে সবসময়ই এই ম্যাচ নিয়ে উত্তেজনা কাজ করে। স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৪ হাজার অথচ টিকিটের জন্য প্রায় ৮ লক্ষ মানুষ আবেদন করেছে। এই তথ্যটাই ধারণা দেয় এই ম্যাচটা কত বড়।’
এখন পর্যন্ত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬ ম্যাচ খেললেও কোনোবারই জয় পায়নি পাকিস্তান। এ কারণে পাকিস্তান চাপে থাকবে স্বীকার করলেও পাকিস্তানের প্রধান নির্বাচক মনে করেন, এবারই বদলে যাবে ইতিহাস। তার মতে, এমন ম্যাচে অতীতের পারফরম্যান্স নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।
ইনজামামের ভাষায়, ‘ভারত-পাকিস্তান ম্যাচে অতীতের পারফরম্যান্স কোনো ব্যাপার না। ম্যাচের দিন কে ভালো খেলছে সেটাই আসল। আমি আশা করি এই ম্যাচে পাকিস্তান জিতবে এবং মানুষ ভালো খেলা দেখতে পারবে। এবারের আসরে পাকিস্তান মাত্র একটি ম্যাচ জিতেছে। আমার আশা পাকিস্তানের ভাগ্য এই ম্যাচে বদলে যাবে।’
তিনি আরো বলেন, ‘সবকিছুই একদিন পরিবর্তন হবে। বিশ্বকাপে পাকিস্তান কখনও ভারতকে হারাতে পারেনি, তাই অবশ্যই পাকিস্তানের উপর চাপ থাকবে। এটা বড় ম্যাচ। এখানে সবসময়ই চাপ থাকবে। যদি আপনি এখানে ভালো খেলেন, সেটা আপনাকে বড় সন্তুষ্টি দিবে।’
ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করতেও ভুলেননি ইনজামাম। ভারতকে ভালো দল মানলেও পাকিস্তানকেই ফাইনালে দেখছেন সাবেক এই ব্যাটসম্যান।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোহলি বিশ্বের সেরা ক্রিকেটার। সে খুবই ভালো ব্যাটসম্যান। ভারত দারুণ ভারসাম্যপূর্ণ একটা দল। তারা এবারের আসরে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার নিয়ে এসেছে। তবে আমার মনে হয় পাকিস্তান ফাইনালে খেলবে। ইংল্যান্ড ও খুব শক্তিশালী দল। এছাড়া ভারত ও অস্ট্রেলিয়াও খুব ভালো দল।’