হারে কোপা শুরু মেসির আর্জেন্টিনার
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৯, ৯:৩৫ পূর্বাহ্ণঅনলাইন ডেস্ক: কোপা আমেরিকার গ্রুপপর্বের প্রথম ম্যাচে অস্বস্তির হার সঙ্গী হয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রোববার ভোরে লিওনেল মেসিদের ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে কলম্বিয়া।
সালভাদর স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যে শেষ হয়। বিরতির পর মার্টিনেজ ও জাপাতার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হামেস রদ্রিগেজের কলম্বিয়া।
কোপা আমেরিকার গত দুই আসরের ফাইনালে হারা আর্জেন্টিনা প্রথমার্ধে বল দখলে পিছিয়ে ছিল। প্রথমার্ধে ধারহীন আক্রমণে প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি লিওনেল স্কালোনির দল।
মধ্যবিরতির পর গোলের জন্য মরিয়া আর্জেন্টিনাকে হতাশ করে এগিয়ে যায় কলম্বিয়া। ৭১তম মিনিটে হামেস রদ্রিগেজের পাস থেকে বল পেয়ে একজনকে কাটিয়ে দারুণ ফিনিশিংয়ে মার্টিনেজ গোল করলে ২০০৭ সালের পর প্রথমবারের মতো আর্জেন্টিনার বিপক্ষে জয়ের ভিত তৈরি হয় কলম্বিয়ানদের।
পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া আর্জেন্টিনাকে ১৫ মিনিট পর ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় কলম্বিয়া। ৮৬তম মিনিটে জাপাতার গোলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনার বিপক্ষে আগের পাঁচ ম্যাচের একটিতেও গোল না করা দলটি।
এই হারে কোয়ার্টার ফাইনালে ওঠা কঠিনই হয়ে গেল আর্জেন্টিনার জন্য। নিজেদের পরের ম্যাচে আগামী ২০ জুন প্যারাগুয়ের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হবে মেসির দল। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে কাতারকে হারাতে পারলেই কোয়ার্টার নিশ্চিত কলম্বিয়ার।