সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভা অনুষ্ঠিত
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৯, ৮:৩৬ পূর্বাহ্ণসিলেট: সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সারদা হলে জোটের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন।
সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর পরিচালনায় কার্যকরী পরিষদ সদস্য, জোটভুক্ত সংগঠনের মাসিক চাঁদা নির্ধারণ, সেপ্টেম্বর ২০১৯, শিলচরে ভারত-বাংলা নাট্যোৎসবে অংশগ্রহণ করাসহ নতুন আবেদনকৃত পাঁচটি সংগঠন একদল ফিনিক্স, দেহালী, দর্পণ থিয়েটার, সিলেট ডিভিশনাল ব্যান্ড এসোসিয়েশন, দীপ্তর্শী সদস্য সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে জোটের দ্বিবার্ষিক সম্মেলন ২০১৯ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন- রানা কুমার সিনহা, শামসুল আলম সেলিম, বিধূভূষণ ভট্টাচার্য, বিভাষ শ্যাম পুরকায়স্থ যাদন, সৈয়দা সুরাইয়া জামান, আবিদ ফায়সাল, ইকবাল সাই, বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন, নীলাঞ্জনা যুঁই, অনিমেষ বিজয় চৌধুরী, সুকান্ত গুপ্ত, শেখ আব্দুর রহিম, অমিত ত্রিবেদী, মুহিতুর রহমান রনি, বিমান তালুকদার, আশরাফুল ইসলাম অনি।