আছিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কৃতি চিকিৎসক সংবর্ধনা, মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৯, ১২:১৬ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলার আছিরগঞ্জ অঞ্চলের ১২ গ্রামের অসহায় দুঃস্থ ৭শ’ ৫০ রোগীকে ফ্রি চিকিৎসা, ব্যবস্থাপত্র এবং ঔষধ দেয়া হয়েছে।
শুক্রবার (১৪ জুন) আছিরগঞ্জ সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে ৮জন বিশেষজ্ঞ ডাক্তারসহ ৩০জন চিকিৎসক রোগী দেখেন।
আছিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে এলাকার কৃতি চিকিৎসকদেরও সংবর্ধনা প্রদান করা হয়।
আছিরগঞ্জ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব তেরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হৃদরোগ ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ গোলাম মোহাম্মদ মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন আছিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি শামসুর রহমান মাহতাব, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সালেহ আহমেদ শাহিন, হৃদরোগ ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোখলেছুর রহমান, একই বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মঈন উদ্দিন, স্ত্রীরোগ বিভাগের রেজিস্ট্রার ডাঃ অর্পিতা ভট্টাচার্য, শিশুরোগ বিভাগের কনসালট্যান্ট ডাঃ মীনাক্ষী চৌধুরী।
গোলাপগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি আলিম উদ্দিন বাবলু এবং ছাত্রনেতা আজাদ জিসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাষ্টার আব্দুল খালিক, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জয়নাল উদ্দিন, ক্রীড়ানুরাগী জামিল আহমদ ক্যারল।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুর রহমান মনিয়া মাষ্টার, ফজলুর রহমান, ছমির উদ্দিন, মুক্তিযোদ্ধা আসমান উদ্দিন, আব্দুল হামিদ মানিক, হাজী লাল মিয়া, সৈয়দ আব্দুল আজিজ, ডাঃ আব্দুল আহাদ, ফারুক মেম্বার, ফরিজ উদ্দিন, মুমিত মিয়া, এনাম উদ্দিন, আহাদ মেম্বার, মাওলানা সাঈদ আহমাদ, সরফ মাষ্টার, সাইফুর রহমান, সারুক আহমদ, সরফ আফনান, তারেক আহমদ, খলকুর রহমান প্রমুখ।