ফিফা র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগোল বাংলাদেশ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৯, ৭:২১ অপরাহ্ণস্পোর্টস ডেস্ক :: ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ ফুটবল দল। ইংলিশ কোচ জেমি ডে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ দলের পারফরম্যান্স উন্নতির দিকে যেতে থাকে। সম্প্রতি লাওসের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠেছে বাংলাদেশ।
আর এবার ফিফা র্যাঙ্কিংয়েও এগিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার ঘোষিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৫ ধাপ এগিয়েছে। ১৮৮ থেকে এখন বাংলাদেশের অবস্থান ১৮৩। লাওস ছিল ১৮৪ নম্বরে। তারা চার ধাপ নেমে এখন ১৮৮ নম্বরে।
এশিয়ার ৪৬ দেশের মধ্যে বাংলাদেশ ৩৮ নম্বরে। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ৪১। এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে যথারীতি ইরান। তাদের ফিফা র্যাঙ্কিং ২০। দ্বিতীয় স্থানে জাপান (২৮) এবং তৃতীয় দক্ষিণ কোরিয়া (৩৭)।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত সবার ওপরেই আছে। তাদের ফিফা র্যাঙ্কিং ১০১। এরপর মালদ্বীপ (১৫১), নেপাল (১৬৫), বাংলাদেশ (১৮৩), ভুটান (১৮৬), শ্রীলঙ্কা (২০১) এবং পাকিস্তান (২০৫)।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ দল:
১. বেলজিয়াম
২. ফ্রান্স
৩. ব্রাজিল
৪. ইংল্যান্ড
৫. পর্তুগাল
৬. ক্রোয়েশিয়া
৭. স্পেন
৮. উরুগুয়ে
৯. সুইজারল্যান্ড
১০. ডেনমার্ক