‘সিলেট চেম্বারের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রশাসক আসাদ উদ্দিনকে বলছি’
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৯, ১:০৮ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: সিলেট চেম্বারের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রশাসক আসাদ উদ্দিনকে উদ্দেশ্য করে তাঁরই সহপাঠী সিনিয়র সাংবাদিক আবু তালেব মুরাদ সোমবার রাতে ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন।
বিয়ানীবাজারবার্তা২৪.কম পাঠকের জন্য তা হুবহূ তুলে ধরা হলো-
আবু তালেব মুরাদ লিখেন, “সুপ্রিয় আসাদ, তুমি আমার দীর্ঘদিনের সহপাঠী। সিলেট সরকারি পাইলট স্কুলে তৃতীয় শ্রেণী থেকে শুরু করে এসএসসি এরপর মদনমোহন কলেজে এইচএসসি সহ ৭৮-৭৯ এর ছাত্র সংসদে এক সাথে ছিলাম। তুমি কি ধরনের ব্যক্তি কেউ আমাকে বলার প্রয়োজন নেই।’
‘ছোট্ট একটি অনুরোধ তোমার সমীপে, সিলেট চেম্বারের জন্য সরকার তোমাকে একটি গুরুদায়িত্ব প্রদান করেছে। সম্ভবত মেয়াদ ৩ থেকে ৪ মাস। অতীতে দেখেছি যারা এই পদে আসেন নিজের স্বার্থ উদ্ধারের জন্য টালবাহানা করে ৩ বৎসর পর্যন্ত পৌছার চেষ্টা করেন। যেহেতু তুমি এদিক থেকে ব্যাতিক্রম। সিলেটের ব্যাবসায়ী তথা সিলেটের জনসাধারণের স্বার্থের কথা চিন্তা করে সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের জন্য সরকার তোমাকে এ গুরুদায়িত্ব প্রদান করেছে।’
‘সুপ্রিয় আসাদ, আমি বর্তমানে ঢাকা থেকে সোসাল মিডিয়ার মাধ্যমে লক্ষ্য করছি তুমি সংবর্ধনা প্রাপ্তির পিছনে প্রচুর সময় ব্যায় করছো। সংবর্ধনা প্রদান দোষের কিছুই নয়, উৎসাহ প্রদানের জন্য সংবর্ধনা দেয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তুু তোমার মনে রাখতে হবে সময় কম কাজ বেশী। তাই সংবর্ধনা প্রাপ্তির পেছনে সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগাও।
সাংবাদিক মুরাদ আরো লিখেন, ‘আমি আশাবাদী এই ৪ মাসে তোমার কার্যক্রম সিলেট চেম্বারের ইতিহাসে স্বরনীয় হয়ে থাকবে।” -মুরাদ