সিলেটে গবেষক মোস্তফা সেলিমের ৫০তম জন্মদিনে অন্তরঙ্গ আড্ডা সোমবার
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০১৯, ৭:২১ অপরাহ্ণসিলেট: নাগরিলিপি-গবেষক, সংগ্রাহক ও বরেণ্য প্রকাশক মোস্তফা সেলিমের ৫০তম জন্মদিন উদযাপন উপলক্ষে এক অন্তরঙ্গ আড্ডার আয়োজন করা হয়েছে।
আগামীকাল সোমবার বেলা সাড়ে ৫টায় সিলেট নগরের কিনব্রিজ এলাকার সারদা হল-সংলগ্ন সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে এ আড্ডা অনুষ্ঠিত হবে।
এতে পরিচিত সকল স্বজনদের উপস্থিতি কামনা করেছেন জন্মদিন উদযাপন পরিষদের অন্যতম দায়িিত্বশীল লোকসাহিত্য গবেষক ও সাংবাদিক সুমনকুমার দাশ।