বাকিংহাম প্যালেসে রানীর সাথে বিশ্বকাপের ১০ অধিনায়ক
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০১৯, ১১:০৭ অপরাহ্ণঢাকা: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অংশ নিতে এরই মধ্যে কার্ডিফ থেকে লন্ডনে পৌছে গেছে বাংলাদেশ। আর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মাশরাফী বিন মোর্ত্তজা ও পৌছেছেন বাকিংহাম প্যালেসে।
বাকি ৯ দলের অধিনায়কদের সাথে বাকিংহাম প্যালেসে যোগ দিয়েছেন বাংলাদেশের অধিনায়কও। সেখানে রানী এলিজাবেথের সাথে দেখা করেন অধিনায়করা।
এরপর লন্ডনের দ্যা মলে হবে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন অধিনায়করা।
২ জুন লন্ডনের ওভালে দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। আর ২য় প্রস্তুতি ম্যাচে ভারতের ৯৫ রানে হেরেছে টাইগাররা।