ফারুক আহমেদ স্পীকার ভিক্টোরিয়ার কনসর্ট মনোনীত
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৯, ১:০৯ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর নব নির্বাচিত স্পীকার কাউন্সিলার ভিক্টোরিয়া ওবাজের কনসর্ট মনোনীত হলেন বিয়ানীবাজারের কৃতিসন্তাান ফারুক উদ্দিন আহমেদ।
গত বুধবার (১৫ মে) সন্ধ্যায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এজিএম এ ভিক্টোরিয়া ওবাজে বিনা প্রতিদ্বন্দ্বীতায় স্পীকার নির্বাচিত হবার পর তার কনসর্টদের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, ফারুক উদ্দিন আহমেদ হোয়াইটচ্যাপল ওয়ার্ড লেবার পার্টির সাবেক (টানা দুই মেয়াদের) সেক্রেটারী, কবি নজরুল স্কুলের সাবেক গভর্নর ও সিলেট সরকারী কমার্শিয়াল কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।
বর্তমানে তিনি টাওয়ার হ্যামলেটস কোঅপারেটিভ পার্টির জিসি ডেলিগেট এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।
ফারুক উদ্দিন আহমদের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা মিনারাই গ্রামে।