কাতারে কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশী হেদায়েত উল্লাহ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৯, ১২:৩৯ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম ডেস্ক: কাতারে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী হাফেজ হেদায়েত উল্লাহ প্রথম স্থান অর্জন করেছেন।
কাতার ধর্ম মন্ত্রণালয় এর অধিনে আয়োজিত দারুস সালাম হিফজুল কুরআন প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেছে বাংলাদেশের এই ক্ষুদে হাফেজ হেদায়েত উল্লাহ। হাফেজ হেদায়েত উল্লাহ দেশের খ্যাতিমান ক্বারী হাফেজ নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকা যাত্রাড়ীস্থ তাহফিজুল কুরআন ওয়াস্ সুন্নাহ মাদরাসার ছাত্র।
কাতার ধর্ম মন্ত্রণালয় এর অধিনে আয়োজিত দারুস সালাম কুরআন প্রতিযোগিতা প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
দুবাইতে ২৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা দ্বিতীয় রমজান শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মারকাযু ফয়জিল কুরআন ঢাকার ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ।
এদিকে দুবাই অ্যাওয়ার্ড খ্যাত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাফেজ মুয়াজ মাহমুদ গতকাল ১৫ মে বুধবার প্রতিযোগিতায় পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াতে অংশগ্রহণ করেন। হাফেজ মুয়াজের হৃদয় কাড়া তেলাওয়াতে মুগ্ধ দর্শক স্রোতা ও বিচারকমণ্ডলী।
জানা যায়, ১৪ রমজান প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হবে। এ প্রতিযোগিতায় ভালো ফলাফল লাভে তার পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে হাফেজ মুয়াজ মাহমুদ রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র। এ মাদরাসা থেকেই সে হিফজ সম্পন্ন করেছে। তাছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বাছাই পরীক্ষায় ৩২৭ জন প্রতিযোগির মধ্যে হাফেজ মুয়াজ প্রথম স্থান অর্জন করে এ প্রতিযোগিতার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।