বিয়ানীবাজার ইউনিভার্সেল কলেজে ভর্তি শুরু
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০১৯, ৭:২৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।।
প্রথমবারের মত বেসরকারী উদ্যোগে স্থাপিত বিয়ানীবাজার ইউনিভার্সেল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। মানবিক ও বাণিজ্য শাখায় ভর্তি শুরু হওয়া এ শিক্ষা প্রতিষ্টানে এবার ১৫০জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
পাঠদান শুরু হওয়া উপলক্ষে সম্প্রতি কলেজ ক্যাম্পাসে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।পৌরশহরের সরকারী হাসপাতালের বিপরীতে প্রধান সড়কের পাশে কলেজটি অবস্থিত।
কলেজের প্রকল্প পরিচালক জোবায়ের আহমদ জানান, পাঠদান শুরু উপলক্ষে ইতোমধ্যে সকল বিষয়ে শিক্ষক নিয়োগ করা হয়েছে। সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, রাজনীতি মুক্ত এই কলেজে সাধারণ শিক্ষার্থীদের ভর্তি হওয়ার আহবান জানান তিনি।
কলেজের চেয়ারম্যান আজাদ উদ্দিন জানান, সকল পাঠদান কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত এবং যোগ্য-মেধা সম্পন্ন শিক্ষকদের তত্ত্বাবধানে এখানে পাঠদান কার্যক্রম চলবে।
প্রতিষ্টানের অধ্যক্ষ মুহাম্মদ কুদরত এ এলাহী বলেন, বিয়ানীবাজার ইউনিভার্সেল কলেজ পূর্ব সিলেটের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে কাজ করবে। সরকারি বিধি মোতাবেক এ প্রতিষ্টানে শিক্ষার্থীরা ভর্তি হলে সু-নাগরিক হিসেবে গড়ে ওঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।