জকিগঞ্জে বিড়ালকে বাঁচাতে স্ত্রীকে হারালেন স্বামী
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০১৯, ৭:৪৬ অপরাহ্ণজকিগঞ্জ: জকিগঞ্জ উপজেলায় বিড়ালকে বাঁচাতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়েছেন স্বামী। শুক্রবার সন্ধ্যায় কানাইঘাটের সড়কের বাজারে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার কাজলসার ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সফিকুল ইসলাম হীরা শুক্রবার সন্ধ্যায় আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি পলাশপুরে ফিরছিলেন। কানাইঘাটের সড়কের বাজার নামক স্থানে আসার পর হঠাৎ একটি বিড়াল মোটরসাইকেলের সামনে পড়ে যায়। বিড়ালকে বাঁচাতে মোটরসাইকেলে হঠাৎ ব্রেক করায় তার স্ত্রী রাস্তায় ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান।
পরে তাৎক্ষণিক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু ঘটে।
কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলকারনাইন লস্কর এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার বাদ আসর পলাশপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।