সিলেট-৬’র সাবেক এমপি গৌছ উদ্দিনের ইন্তেকাল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৯, ৭:১৯ অপরাহ্ণগোলাপগঞ্জ: সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক এমপি গৌছ উদ্দিন ইন্তেকাল করেছে।
শনিবার (আজ) ভারতের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯ বছর।
জানা যায়, গৌছ উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়ন চন্দরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ৩ কন্যা সন্তান, স্ত্রী এবং অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার পিতা মরহুম তাহির আলী ছিলেন একজন সমাজসেবী।
এদিকে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট নারী নেত্রী জেনিফার সারোয়ার লাক্সমীর পিতা, সাবেক এমপি গৌছ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট (ইউকে)।
ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত এবং জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, এ কে এম গৌছ উদ্দিন আহমদ ১৯৮৮ সালের ৩ মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসন থেকে জাতীয় পাটির প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হোন।