পা ম্যাসেজে নারী কর্মী, রেলের সাব-ইন্সপেক্টর বরখাস্ত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৯, ১২:৩৩ অপরাহ্ণআন্তর্জাতিক ডেস্ক: রেল স্টেশন সাব-ইন্সপেক্টর এর বিরুদ্ধে কর্মরত এক অধস্তন নারীকে দিয়ে পা ম্যাসেজ করানোর অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বালুর ঘাট রেল স্টেশনে।
গত শুক্রবার ওই ঘটনার পর ভিডিও স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর বরখাস্ত করা হয়েছে রেলের সাব-ইন্সপেক্টর সুকুমার অধিকারীকে।
ওই সাব-ইন্সপেক্টরের পা নিন্নি সাহা নামে এনভিএফ এর এক নারী কর্মী ম্যাসেজ করে দেন। ওই ঘটনার ভিডিও ধারণ করেন বরুনচন্দ্র মণ্ডল নামে এক এএসআই।
সেই ভিডিও নিয়ে পরে স্যোসাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। এরপরই তাকে প্রথমে শিলিগুড়িতে ক্লোজ ও পরে বরখাস্ত করা হয় বলে জানান রেলের অফিসার ইন-চার্জ প্রদীপ কর্মকার।
এনভিএফ কর্মী নিন্নি সাহা গত ২ বছর ধরে বালুরঘাট স্টেশনে রয়েছেন। কিন্তু তার গতিবিধি ভালো নয় বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে স্টেশনে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেন বলে অনেকে অভিযোগ করেন।