যুক্তরাজ্য আ’লীগ সভাপতিকে লক্ষ করে ডিম ছোঁড়ায় যুবদল নেতা গ্রেফতার
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০১৯, ৯:৪০ অপরাহ্ণলন্ডন: যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টার এলাকায় তাজ হোটেলের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরিফকে লক্ষ্য করে ডিম ছুড়ার অপরাধে পুলিশ লন্ডন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে। আজ রবিবার বাংলাদেশ সময় পৌণ্যে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যকদর্শী ও প্রবাসীরা জানান, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরিফ তাজ হোটেলে প্রবেশ করার সময় সেখানে আগে থেকে উৎপেতে লন্ডন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম ডিম ছুড়ে মারেন। ডিমটি সুলতান শরিফের সাথে থাকা যুক্তরাজ্য আওয়ামী লীড়ের এক নেত্রীর উপর পড়ে। এ সময় উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগ-যুবলীগের কর্মীরা তাকে ধাওয়া করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় লন্ডন পুলিশের হাতে তাকে আটক করে। ঘটনার প্রত্যক্ষদর্শী যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন লিটন তাকে সনাক্ত করেন।
লন্ডন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া মাহমুদ বলেন, যুবদলের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলামকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া করেন। এ সময় টহলরত পুলিশ তাকে গ্রেফতার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ তাজ হোটেলের সামন ও আশপাশ এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগসহ জড়ো হওয়া সবাইকে সরিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, লন্ডন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলামের বাড়ি বিয়ানীবাজার উপজেলায়। এ তথ্য জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন লিটন।
দেখুন বিয়ানীবাজারবার্তা২৪.কম’র লাইভ
https://www.facebook.com/beanibazarbarta24/videos/668258580294440/