সিলেটে প্রতিনিধি সভায় আ’লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০১৯, ১১:১৬ পূর্বাহ্ণসিলেট: বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্র ঘোষিত সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দিতে সিলেটে এসে পৌঁঁছেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন।
রবিবার সকাল ৮ ঘটিকায় ইউএস বাংলার একটি বিমানে সিলেট আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছান তারা।
এসময় বিমান বন্দরে তাদেরকে স্বাগত জানান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সাবেক এমপি জেবুন্নেছা হক, শাহনেওয়াজ মিলাদ গাজী এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, জাকির হোসাইন, এডভেকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু, উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া,মোস্তাকুর রহমান পলাশ, বেলাল খান, বদরুল ইসলরম খান কামরান প্রমুখ।
উল্লেখ্য, আজ ৫ মে রোববার রিকাবীবাজারস্থ নজরুল অটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় যোগদান করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।