১০ লাখ মুসলমানকে বন্দিশিবিরে আটকে রেখেছে চীন: যুক্তরাষ্ট্র

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০১৯, ৯:২৯ অপরাহ্ণআন্তর্জাতিক ডেস্ক: চীন দশ লাখের বেশি মুসলমানকে বন্দিশিবিরে আটকে রেখেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এশীয় নীতির দেখভালের দায়িত্বে থাকা র্যান্ডল শ্রীভল এ অভিযোগ করেন।
উইঘুর মুসলিমদের বন্দিশিবিরে আটকে রাখার এ অভিযোগ নতুন নয়। এর আগেও অনেক মানবাধিকার প্রতিষ্ঠান এ অভিযোগ তুলেছে।
কিন্তু চীন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ওটা বন্দিশিবির নয়। সেখানে মুসলমানদের বিশেষভাবে শিক্ষা দেয়া হয়।
শ্রীভলের এ অভিযোগের কারণে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা দেখা দিতে পারে বলে ধারনা করা হচ্ছে।
বেইজিংয়ের দাবি, মুসলমানদের উগ্রবাদী হুমকিকে নস্যাৎ করে দিতেই তারা বৃত্তিমূলক শিক্ষাকেন্দ্র স্থাপন করেছে।
পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে চীনা সামরিক বাহিনী নিয়ে বিস্তৃত আলোচনার সময় শ্রিভল বলেন, চীনা কমিউনিস্ট পার্টি মুসলমানদের গণআটকের জন্য নিরাপত্তা বাহিনী ব্যবহার করছে। ১০ লাখ আটক বলা হলেও সত্যিকার অর্থে তারা ত্রিশ লাখ মুসলমানকে বন্দি রেখেছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন শ্রিভল। বন্দিশিবিরে আটক থাকার পর বেরিয়ে আসা মুসলমানরা চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন।
বন্দিশিবিরে তাদের গাদাগাদি করে রাখা হয়। সেখানে তাদের প্রতি যে নিপীড়ন চালানো হয়, তাতে কেউ কেউ আত্মহত্যার দিকেও ধাবিত হন বলে খবরে বলা হয়েছে।