গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হলেন বাংলাদেশি জাহিদ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০১৯, ৯:৫৩ পূর্বাহ্ণবার্তা২৪ ডেস্ক: গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (পরিচালক) পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি তরুণ জাহিদ সবুর। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন।
জাহিদ পড়াশোনা করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এআইইউবি)। ২০০৭ সালে তিনি গুগলে যোগ দিয়েছিলেন।
জাহিদ সবুর বলেন, আপনাদের হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আপনাদের দোয়া ছাড়া আমি এতোদূর আসতে পারতাম না।
জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনে এখন কাজ করছেন প্রায় এক লাখ পূর্ণকালীন কর্মী। এদের মধ্যে আড়াইশ’ জন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার আছেন।