ভাষা সৈনিক মনির উদ্দিন আহমদের ইন্তেকাল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৯, ১২:১৫ অপরাহ্ণসিলেট: মহান ভাষা আন্দোলন, নানকার প্রথা বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক, চা শ্রমিক আন্দোলনসহ এতদ্বাঞ্চলের বিভিন্ন প্রগতিশীল ওগণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অন্যতম সংগঠক এডভোকেট মনির উদ্দিন আহমদ আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার রাত পৌণে ১২টায় তিনি শেষ নি:শ্বাষ ত্যাগ করেন।
এডভোকেট মনির উদ্দিন আহমদ সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিলেট জেলার সাবেক পিপি ও সিলেট ল’কলেজ এর সাবেক অধ্যক্ষ ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়স্বজনঅসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের নামাজের জানাজা আজ শুক্রবার জুম্মার নামাজের পর হযরত শাহজালাল (র:) দরগা মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।