বড়লেখায় সর্বপ্রথম ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করলো দৌলতপুর আলিম মাদরাসা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৯, ১২:১৩ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম ডেস্ক।।। বড়লেখা উপজেলায় ১৪টি মাদরাসার মধ্যে থেকে সর্বপ্রথম ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করলো পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা। এ পদ্ধতির আওতায় অত্যাধুনিক বায়োমেট্রিক প্রযুক্তির সমন্বয়ে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক-শিক্ষার্থীদের দৈনিক হাজিরা নেওয়ার পাশাপাশি নোটিশ, প্রবেশপত্র, নোটিফিকেশন প্রদানসহ ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হবে।শিক্ষার্থীদের উপস্থিতি এবং যাবতীয় ফি লেনদনের নোফিকেশন চলে যাবে অভিভাবকের মোবাইলে।এই আধুনিক প্রযুক্তির সংযোজনকে সময় উপযোগ প্রদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলায় ইবতেদায়ি, দাখিল,আলিম,ফাজিল ও কামিল মিলে মোট মাদরাসা সংখ্যা ১৪টি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ রুপকল্প বাস্তবায়নের লক্ষ্যে সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানকে ডিজিটাল হাজিরা পদ্ধতির আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রসাশন। এরই ধারাবাহিকতায় ডিজিটাল হাজিরা পদ্ধতি বাস্তবায়নে সর্বাগ্রে পরগনাহি দৌলতপুর আলিম মাদরাসা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে এক প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে নেটিজেট আইডি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে। সম্প্রতি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাফিজ মোঃ লুৎফুর রহমান ও নেটিজেন আইটি লিমিটেডের বড়লেখা উপজেলা প্রতিনিধি সোহেল আহমদের মধ্যে এক চুক্তি সম্পাদন করা হয়।
ইতিমধ্যেই শিক্ষক শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের সামগ্রিক তথ্যের একটা পরিপূর্ণ ডাটাবেজ তৈরী করা হয়েছে এবং পরীক্ষামূলকভাবে সিস্টেম চালু করা হয়েছে বলে বলে বড়লেখার ডাককে জানিয়েছেন নেটিজেন প্রতিনিধি সোহেল আহমেদ। তিনি আরও জানান, ডিজিটাল পদ্ধতির আওতায় শিক্ষক ও শিক্ষার্থীদের বিশেষ পদ্ধতিতে হাজিরা নেওয়া হবে।এতে শিক্ষার্থীরা মাদ্রাসায় উপস্থিত হয়ে হাজিরা দিলে সেই তথ্য অভিভাবকের মুঠোফোনে পৌঁছে যাবে। শিক্ষকদের যথাসময়ে মাদ্রাসায় উপস্থিতি ও প্রস্থানের তথ্যগুলোও পৌঁছে যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এ ছাড়া এই পদ্ধতিতে ফলাফল প্রকাশ, প্রবেশপত্র, নোটিশ প্রদানসহ আরও বিভিন্ন সুবিধা দেওয়া সম্ভব হবে।
প্রতিষ্ঠানের গভার্নিং বডির সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দীন জানান, বিগত তিন বছর থেকে আমাদের মাদরাসার পরিচালনা কমিটি,প্রাক্তন ছাত্রবৃন্দ, দৌলতপুরের প্রবাসী তথা দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির একান্ত প্রচেষ্টায় মাদরাসার দিন দিন উন্নতি হচ্ছে। শিক্ষার মনোন্নয়নে আমরা অভিভাবক সমাবেশ,সাপ্তাহিক পরীক্ষা,দূর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস,হোম-মনিটরিং ব্যবস্থা সহ বিশেষ বিশেষ কর্মসুচি হাতে নিয়েছি।এরই ধারবাহিকতায় ডিজিটাল হাজিরা পদ্ধতি সংযোজন করা হলো। শিক্ষার্থীরা এর সুফল ভোগ করবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান জানান,আমাদের গভর্নিং বডির সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা নতুন হাফিজি শাখা সংযোজন করেছি।শিক্ষার মান উন্নয়ন তথা আধুনিক প্রতিষ্টান গড়ার লক্ষে ইতিপূর্বে সিসি ক্যামেরা দ্বারা ক্লাস নিয়ন্ত্রন করা হচ্ছে।এখন ডিজিটাল হাজিরা চালু হচ্ছে। আমরা আশাবাদী অচিরেই উপজেলার মধ্যে একটি মডেল মাদরাসা উপহার দিতে পারবো,ইনশাআল্লাহ।