সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৯, ১১:০২ অপরাহ্ণআন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরার প্রবেশপথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাও আরও বেশ ক’জন গুরুতর আহত হয়েছেন।–খবর সময় নিউজ অনলাইন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাগরা প্রবেশপথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। চালকসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গেছে। ১১ জন নিহত হওয়ার খবর সাগরা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে।