বিয়ানীবাজারের লাউতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৯, ৫:৫৬ অপরাহ্ণবিয়ানীবাজার: বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের উত্তর পাহাড়িয়াবহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন রক্ষণাবেক্ষণের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (আজ) দুপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি আহত হয়ে পড়লে পল্লীবিদ্যুতের লোকজন ও অন্যান্যরা তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত লাইনম্যানের নাম আরিফ উদ্দিন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম অভিলাশ চন্দ্র পাল। তিনি বলেন, অসাবধানতাবশত আরিফ বিদ্যুতের লাইনে পড়ে নিহত হন। তার ময়নাতদন্তের ব্যবস্থা চলছে।