প্রধানমন্ত্রী লন্ডন পৌঁছেছেন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৯, ২:৩৯ পূর্বাহ্ণপ্রধানমন্ত্রী লন্ডন পৌঁছেছেন। ছবি: সংগৃহীত
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে বুধবার (০১ মে) রাতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন।
স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে অবতরণ করে।
এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বুধবার (০১ মে) সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এ সফরে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার সঙ্গে রয়েছেন।
এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন লন্ডন পৌঁছেছেন।