বিয়ানীবাজারে মহান মে দিবস পালিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০১৯, ১০:০৯ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।। বিয়ানীবাজারে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন, শ্রমিক লীগ, শ্রমিক ইউনিয়ন পৌরশহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
মঙ্গলবার (১লা মে) সাড়ে ১১টায় প্রশাসনের শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে। পরে পৌরশহরে দক্ষিন বাজারে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান’র সভাপতিত্বে ও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মানিক উদ্দিন, সাধারণ সম্পাদক শাহজানুল ইসলাম লায়েক, উপজেলা মাইক্রো শ্রমিক ইউনিয়ন সভাপতি বিলাল আহমদ, কলেজ রোড শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ছয়েফ আহমদ ময়নুল প্রমুখ।
শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।